মোরসালিনকে ফিরিয়ে দল ঘোষণা বাংলাদেশের

 

mzamin
facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button
মদকাণ্ডে মালদ্বীপ ম্যাচে ছিলেন না জাতীয় দলের তিন নির্ভরযোগ্য ফুটবলার ফরোয়ার্ড শেখ মোরসালিন, ডিফেন্ডার তপু বর্মণ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এদের ছাড়াই মালদ্বীপ হার্ডল পেরিয়ে বিশ^কাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী ১৬ই নভেম্বর মেলবোর্নে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কাবরেরার শিষ্যরা। এই ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ শেষে মালে থেকে ফেরার সময় মদ বহন করেছিলেন জিকো, তপু, মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল ইসলাম সবুজ। মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস। দীর্ঘ তদন্ত শেষে আর্থিক জরিমানায় মুক্তি মেলে মোরসালিনের। এরপরও মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে তাকে দলে নেননি হাভিয়ের কাবরেরা। মালদ্বীপ বাধা উতরে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে অবশ্য মোরসালিনের প্রতি সদয় হয়েছে শৃঙ্খলা নিয়ে সচেষ্ট স্প্যানিশ কোচ।
  ১৬ই নভেম্বর মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ খেলেই দ্রুত ঢাকায় ফিরবেন জামালরা। ২১শে নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় লেবাননের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের জন্য কোচ হাভিয়ের ৩০ জন ফুটবলার ডেকেছেন। বসুন্ধরা কিংস বাদে বাকি ফুটবলারদের আজ বিকালে ম্যানেজার আমের খানের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে। ৭ই নভেম্বর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ রয়েছে ভারতের মোহনবাগানের বিপক্ষে। সেই ম্যাচ খেলে কিংসের ৯ ফুটবলার ৯ই নভেম্বর ক্যাম্পে উঠবেন। ১০ই নভেম্বর রাতেই মেলবোর্ন রওনা হওয়ার পরিকল্পনা বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে তেমন পরিবর্তন নেই লেবানন-অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে। ৩০ জনের প্রাথমিক দল ২৩ জনে পরিণত হবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে।

দুই ম্যাচের বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি, মিডফিল্ডার: সোহেল রানা, মো. হৃদয়, সোহেল রানা, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রহিম উদ্দিন, দিপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন, মজিবুর রহমান জনি, সুমন রেজা, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।


 

Post a Comment

Previous Post Next Post